Home সংবাদসিটি টকস Patha Chatterjee-র পর এবার গ্রেফতার ‘মন্ত্রী ঘনিষ্ঠ’ Arpita

Patha Chatterjee-র পর এবার গ্রেফতার ‘মন্ত্রী ঘনিষ্ঠ’ Arpita

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা গ্রেফতার। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ টানা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার। ‘আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল’, গ্রেফতারির পরেই দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।

‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে বাড়ি থেকে নিয়ে যাওয়া হল। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা বলেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’

শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে অন্তত ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। যদিও এই দাবির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করে দেখেনি। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে সোনা ও বিদেশি মুদ্রাও।

Topics

SSC Scam  ED Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment