কলকাতা টুডে ব্যুরো:এসএসসির শারীরশিক্ষা–কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গেবিবার এসএসসির শারীরশিক্ষা–কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে কাছে গিয়ে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
সাংবাদিক বৈঠক করে কুনাল ঘোষ বলেন,‘আমি প্রশাসনের লোক নই। শুধুমাত্র সরকার এবং চাকরিপ্রার্থীদের মধ্যে পোস্ট অফিসের কাজ করছি। একটা জট হয়েছে। সরকার জট খোলার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন,’ তাতে কি সিপিআইএম–কংগ্রেস–বিজেপির দুঃখ হচ্ছে? যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের মুখোশ খুলে যাচ্ছে। চাকরিপ্রার্থীদের চোখের জল নিয়ে রাজনীতি করতে চাইছে ওরা।’
Topics
SSC Teachers Employment Schools Education Administration Kolkata