Home সংবাদসিটি টকস স্কুলে শিক্ষক না আসার প্রতিবাদে পড়ুয়াদের ধর্ণা, বন্ধ পঠনপাঠন

স্কুলে শিক্ষক না আসার প্রতিবাদে পড়ুয়াদের ধর্ণা, বন্ধ পঠনপাঠন

একদিকে রাজ্যে ট্রেড উত্তীর্ণরা রাস্তায় ধর্ণা। অন্যদিকে  স্কুলে ঠিক মতো শিক্ষক না আসার কারণে ক্লাস বন্ধ করে স্কুলে মাঠে স্কুলের ছাত্র ছাত্রীরা অবস্থান বিক্ষোভ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: একদিকে রাজ্যে ট্রেড উত্তীর্ণরা রাস্তায় ধর্ণা। অন্যদিকে  স্কুলে ঠিক মতো শিক্ষক না আসার কারণে ক্লাস বন্ধ করে স্কুলে মাঠে স্কুলের ছাত্র ছাত্রীরা অবস্থান বিক্ষোভ। এমনি ছবি ধরা পড়লো বিজয় রামপুর  প্যারি চাঁদ হাইস্কুলে।

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিজয় রামপুর  প্যারি চাঁদ হাইস্কুলে ছাত্র ছাত্রী দের ও অভিভাবকদের বিক্ষোভ। সূত্র মারফত খবর, দীর্ঘ দিন ধরে স্কুলে শ্যামল মণ্ডল নামে এক শিক্ষক 6 মাস আসে 6 মাস আসেনা, পাশাপাশি হাইস্কুলে 450 ছাত্র ছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, মোট আট জন শিক্ষক ঠিক মতো ক্লাস হয় না। শিক্ষক ইনচার্জ গুরুদাস মণ্ডল কে  জানিয়ে সুরাহ হয়নি। সেই কারণে সোমবার ছাত্র ছাত্রীরা ও অভিভাবকেরা অবস্থান বিক্ষোভ দেখায় । সাংবাদিক যেতেই শিক্ষক ইনচার্জ গুরুদাস মণ্ডল কাতর স্বরে অনুরোধ করে খবর সম্প্রচার না হওয়ার জন্য, পাশাপাশি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বাবলু মণ্ডল অভিযোগ করেন যে দীর্ঘ দিন ধরে শিক্ষকদের বলেও হচ্ছে না সেই কারণে আজকে ছাত্র ছাত্রীরা ক্লাস বন্ধ করে এই বিক্ষোভ দেখাচ্ছে ।

Related Articles

Leave a Comment