কলকাতা টুডে ব্যুরো: রাজু সাহানির পর এইবার আরও এক বিধায়কের বাড়িতে হানা CBI আধিকারিকদের। চিটফান্ডের কাণ্ডের তদন্তে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা CBI- এর। রবিবার সকালে বিধায়কের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর পাশাপাশি হালিশহরে এক রাজু ঘনিষ্ঠের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। হালিশহর ও বীজপুর মিলিয়ে মোট ছয়টি জায়গায় অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।
সিবিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, বীজপুর বিধানসভার ছয় জায়গাতে অভিযান চালাচ্ছেন তাঁরা। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি, কাচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়ি, কাচড়াপাড়া পুরসভার কাউন্সিলর ঝুম্পা সিং-এর বাড়ি। এছাড়াও রাজু-ঘনিষ্ঠ আরও তিন জায়গাতে সিবিআই হানা দিয়েছে।
চিটফান্ড কাণ্ডে ধৃত কাউন্সিলর রাজু সাহানি রাজনৈতিক মহলে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই সূত্র ধরেই বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
Topics
Subodh Adhikary CBI BJP TMC Administration Kolkata