Home সংবাদসিটি টকস চিড়িয়াখানায় সবাইকে চমকে হঠাৎ খাঁচা থেকে বেরিয়ে এল শিম্পাঞ্জি!

চিড়িয়াখানায় সবাইকে চমকে হঠাৎ খাঁচা থেকে বেরিয়ে এল শিম্পাঞ্জি!

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:আলিপুর চিড়িয়াখানা থেকে হঠাৎ বেরিয়ে পড়ল শিম্পাঞ্জি। এই ঘটনায় আলিপুর চিড়িয়াখানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খাঁচা থেকে বেরিয়ে এসে শিম্পাঞ্জি ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। এই ঘটনা ঘটতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানার মূল প্রবেশদ্বার।

 

ঘুমপাড়ানি গুলি মেরে আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে শিম্পাঞ্জিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বুড়ি নামে ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে যান চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু খাঁচার মূল গেট খোলা পেয়ে বুড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এর পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিড়িয়াখানার কর্মীদের মধ্যে।

 

শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে, সে জন্য চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। শিম্পাঞ্জিটিকে বাগে আনার চেষ্টা করেন কর্মীরা। কিছু ক্ষণের মধ্যে চিড়িয়াখানার কর্মীরা বুড়িকে খাঁচায় ঢোকাতে সক্ষম হন। ফেরে স্বস্তি। বেশ খানিকক্ষণের চেষ্টায় বাগে আনা সম্ভব হয় শিম্পাঞ্জিটিকে।

 

 

সেটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে খাঁচায়।শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে তার জন্য চিড়িয়াখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। তারপর শিম্পাঞ্জির পিছনে ধাওয়া করে তাকে বাগে আনা হয়। চিড়িয়াখানার কর্মীরা তাকে খাঁচায় ঢোকাতেই ফেরে স্বস্তি।

Related Articles

Leave a Comment