কলকাতা টুডে ব্যুরো:বউবাজারের খতিগ্রস্ত ২ বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। রবিবার দিন সকালে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়।এদিন সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি ভেঙ্গে ফেলা হবে কি না এ নিয়ে বিস্তর আলোচনা হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। অন্যদিকে, ৭ দিনের মধ্যে বউবাজারের বিপজ্জনক বাড়িগুলি পরীক্ষা করার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই অবস্থায় চিরস্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া দরকার। কেন্দ্রীয় সরকারের ব্যাপার হলেও, রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য করা হবে। বাড়ি ভাঙার খবর পেয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিতে পৌঁছে যান আবাসিকরা। ইরিন আবাসিকদের সঙ্গে কথা বলে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি জানান সার্ভে রিপোর্ট এর জন্যই অপেক্ষা করা হচ্ছে কতগুলো বাড়ি ভাঙ্গা হবে সেই বিষয়টা স্পষ্ট হলে আবাসিকদের সুবিধা হবে।
Bowbazar:’চিরস্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া দরকার,’ বাড়ি ফাটলকাণ্ডে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
previous post