কলকাতা টুডে ব্যুরো:”লালবাতি লাগানো গাড়ি অনুব্রতর রাইসমিলে ঢুকলো কী করে?” সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেদিন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর এই প্রশ্ন তুললেন।
সুজন চক্রবর্তী বলেন, সৌগত রায় কখন কী বলছেন, মানে বুঝতে পারছি না। লুঠের কাজ দুজনের সমান। আসলে এদের মধ্যে ফারাক কী। দুজনের গড মাদার একজনই। অনুপ্রেরণা একজনই। একজনের অনুপ্রেরণায় পার্থবাবু একভঙ্গিতে লাফায়। অনুব্রতবাবু আরেক ভঙ্গিতে লুঠ করে বেড়ায়। সব কিছুর পরেও জেনেবুঝে মুখ্যমন্ত্রী আপনি হাতটা অনুব্রত-র মাথায় দিয়ে রেখেছেন, এদিন বলেন সুজন চক্রবর্তী।
Topics
Sujan Chakraborty Congress CPM BJP TMC Kolkata