কলকাতা টুডে ব্যুরো:কার্নিশ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করলেও বাঁচানো গেল না সুজিত অধিকারীকে । শনিবার সন্ধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে ITU-তে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
সুজিত অধিকারীর মৃত্যুর ঘটনায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস (আইএনকে) হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন মৃতের পিসি৷ এই অভিযোগের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ এনে ৩০৪ (এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
গত ২৩ তারিখ হাসপাতালের আট তলার এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুজিতকে৷ এ দিন সেই ওয়ার্ডেই নিজের বেডের পাশের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত৷
Topics
Sujit Adhikary Hospital Accident Administration Kolkata