Home সংবাদসিটি টকস ‘মুড়িতে জিএসটি মিথ্যে বলছেন Mamata,’ পাল্টা আক্রমণ Sukanta-র

‘মুড়িতে জিএসটি মিথ্যে বলছেন Mamata,’ পাল্টা আক্রমণ Sukanta-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মুড়িতে জিএসটি ইস্যুতে মমতাকে পাল্টা আক্রমণ সুকান্তর। “মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন।” বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি।

বিজেপি-র সভাপতি বলেন, “রাজ্য সরকারের প্রতিনিধি বিরোধিতা তো করেননি, উল্টে সমর্থন জানিয়েছেন। ম্যাগি বিক্রি হচ্ছে। তাতে কেন ৫ শতাংশ ট্যাক্স লাগবে না। ট্যাক্সের টাকা তো সাধারণ মানুষের কাজে ব্যবহৃত হয়। মোদির পকেটেও ঢুকবে না, মমতার পকেটেও ঢুকবে না। রাজ্য সরকার জিএসটি-র টাকা ভাগ পায়।

“মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন।” দাবি করলেন সুকান্ত। তিনি বলেন ,”ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন। কারণ, জিএসটি-র বেশিরভাগ অংশ রাজ্য সরকারের কাছে ফিরে আসে। রাজ্য সরকার জিএসটি কাউন্সিলে সমর্থন জানিয়েছে। কোনও প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি মানেই তো সমর্থন করা।”

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment