কলকাতা টুডে ব্যুরো:মুড়িতে জিএসটি ইস্যুতে মমতাকে পাল্টা আক্রমণ সুকান্তর। “মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন।” বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি।
বিজেপি-র সভাপতি বলেন, “রাজ্য সরকারের প্রতিনিধি বিরোধিতা তো করেননি, উল্টে সমর্থন জানিয়েছেন। ম্যাগি বিক্রি হচ্ছে। তাতে কেন ৫ শতাংশ ট্যাক্স লাগবে না। ট্যাক্সের টাকা তো সাধারণ মানুষের কাজে ব্যবহৃত হয়। মোদির পকেটেও ঢুকবে না, মমতার পকেটেও ঢুকবে না। রাজ্য সরকার জিএসটি-র টাকা ভাগ পায়।
“মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন।” দাবি করলেন সুকান্ত। তিনি বলেন ,”ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন। কারণ, জিএসটি-র বেশিরভাগ অংশ রাজ্য সরকারের কাছে ফিরে আসে। রাজ্য সরকার জিএসটি কাউন্সিলে সমর্থন জানিয়েছে। কোনও প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি মানেই তো সমর্থন করা।”
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata