Home সংবাদসিটি টকস অভিষেককে সুকান্তের কটাক্ষ

অভিষেককে সুকান্তের কটাক্ষ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন সেটাই হচ্ছে। সিবিআই কলকাতায় এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।” রুজিরাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে প্রশ্ন করায় সংবাদমাধ্যমের সামনে এ কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।”

“নির্দিষ্ট একাউন্টে যে টাকা সময় সময় পড়ছে তা কিভাবে হচ্ছে সেটা জানাতে হবে।” এই ভাষাতেই করা আক্রমণ করলেন অভিষেক এবং তার স্ত্রী রুজিরাকে।

যে সময়ে ত্রিপুরায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেসময় চক্রান্ত করে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সেই প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন তৃণমূলের সময় মত সিবিআই চলবে না। চুরি করেছেন তার উপর সূর চড়াচ্ছেন। পাপ বাপকে ছাড়ে না বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন লালুর মত নেতা জেলে পচ্ছে তো অভিষেক কে ।এই ভাষাতেই এদিন কড়া আক্রমণ করলেন সুকান্ত মজুমদার।

Topics

Sukanta Majumdar BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment