কলকাতা টুডে ব্যুরো: সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা সায়ন্তন বসুর চিঠি নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সায়ন্তনের অভিযোগ, দলে তৃণমূল থেকে আসা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্য সভাপতি বলেন, দলে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
চিঠি প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘ এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি তো লিখিনি। যাঁদের লিখেছেন তাঁরা এর উত্তর দেবেন।’ নাড্ডাকে লেখা চিঠিতে সায়ন্তন অভিযোগ করেন, বিধানসভা ভোটে দলবদলুদের অপেক্ষাকৃত নিরাপদ আসন দেওয়া হয়েছে। এর ফলে একাধিক আসনে হার হয়েছে বিজেপির। শুধু তাই নয় তৃণমূল থেকে আসা নেতা গুরুত্ব দিয়ে জনগণের কাছে দলের মান নিম্নমুখী হয়েছে। পরিস্থিতি যা তাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী অর্থাৎ তৃণমূল-সিপিএমের মধ্যে।
বিক্ষুদ্ধ তৃণমূল নেতাদের গুরুত্ব দেওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘সবাইকে গুরুত্ব দিয়ে কাজে লাগানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে যে কমিটি হয়েছে তাতে যাঁরা বসে ছিলেন তাঁদের কাজে লাগানো হয়েছে। যদি কেউ কাজ করতে চায় তাঁকে কাজে লাগানো হবে।’