Home সংবাদবর্তমান আপডেট ‘সারদার টাকায় একাধিক সুবিধা নিয়েছেন মুখ্যমন্ত্রী,’ বিস্ফোরক দাবি সুকান্তর

‘সারদার টাকায় একাধিক সুবিধা নিয়েছেন মুখ্যমন্ত্রী,’ বিস্ফোরক দাবি সুকান্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”সারদাকাণ্ডে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন মুখ্যমন্ত্রী।”সারদার টাকায় একাধিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছেন মমতা। এদিন সাংবাদিক বৈঠক করে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন তিনি আরো বলেন শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে বিজেপি তার আন্দোলন চালিয়ে যাবে। আগামী ৫ ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের ব্লকে তাদের এই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন সুকান্ত। বাংলার মানুষ শাসকদলের দুর্নীতির প্রমাণ পাচ্ছে আগামী দিনে বিজেপির উপর ভরসা রেখে বিজেপিকে রাজ্য চালানোর ক্ষমতা দেবে বঙ্গবাসি সাংবাদিক বৈঠক থেকে এই দাবিও করলেন সুকান্ত।

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment