কলকাতা টুডে ব্যুরো:একজন মুখ্যমন্ত্রী তুই তাক্কারি করছেন প্রধানমন্ত্রীকে। এতেই তার সংস্কৃতি কি বোঝা যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন,” যে মুখ্যমন্ত্রীর যতই বাড়িতে সিবিআই গেলে দলের কর্মী সমর্থককে তাদের হয়ে নামতে বলুন তার হয়ে রাস্তায় কেউ নামবে না।”
মমতাকে এদের পাল্টা আক্রমণ করে সুকান্ত বলেন আমরা সংসদ থাকবো কিনা তা নিশ্চিত না হলেও আপনিও নিশ্চিত নন আগামী দিনে আপনি জেলে থাকবেন কিনা ।সুকান্ত যদি আক্রমণের সুরে আরও বলেন যে আপনি এত ভয় পাচ্ছেন কেন ই ডি সিবিয আইকে।”
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata