Home সংবাদসিটি টকস Partha Chatterjee-কে বলীর পাঁঠা করা হল,’মন্তব্য Sukanta Majumdar এর

Partha Chatterjee-কে বলীর পাঁঠা করা হল,’মন্তব্য Sukanta Majumdar এর

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:”পার্থ চট্টোপাধ্যায় কে বলীর পাঁঠা করা হল? একা পার্থকে সরিয়ে কোন লাভ হবে না মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে বলেছিল নাম পাঠাতে তাহলে মুখ্যমন্ত্রী কেন গ্রেফতার হবে না।” পার্থ চট্টোপাধ্যায়ূ কে অপসারিত করার পর এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গ্রেফতার হওয়ার 6 দিন পর পার্থ চট্টোপাধ্যায় কে অপসারিত করা হল। মন্ত্রিত্ব থেকে তিন দপ্তর থেকে সরানো হল পার্থকে।

অন্যদিকে তৃণমূল ভবনে ডয়েলের শৃঙ্খলা রক্ষার কমিটির বৈঠক রয়েছে সে বৈঠক দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দলের পক্ষ থেকে ঠিকই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয় সেই দিকেই নজর রয়েছে সকলে।

Topics

Sukanta Majumdar BJP TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment