কলকাতা টুডে ব্যুরো:এবার সৌগত রায়ের সঙ্গে তরজায় নেমেছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সৌগত রায়ের কটাক্ষের জবাব দিতে গিয়ে সুকান্ত আজ বলেন, ‘দলের কেউ ওনার নিদান শোনে নাকি? আগামী লোকসভা নির্বাচনে উনি টিকিট পাবেন না জেনেই এবার দলে গুরুত্ব বাড়াতে আমাকে আক্রমণ করেছেন।’
সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করেন সৌগত রায়। যেখানেই সুকান্ত মজুমদার যাবেন, সেখানেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সৌগত রায়।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘সুকান্ত মজুমদারকে এত দিন অপরিণত রাজনীতিবিদ ভাবতাম। কিন্তু উনি এখন যে সব ভাষা ব্যবহার করছেন, যে সব কথা বলছেন তাতে আমাদের ওঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। উনি চোর বলছেন আমাদের দলকে। এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। না হলে দলের ছেলেদের বলব, যেখানে সুকান্ত মজুমদার যাবেন সেখানেই গিয়ে বিক্ষোভ দেখাতে’। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘উনি মামলা করুন বা হামলা দুটোই সামলানোর ক্ষমতা আমার আছে।’
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata