Home সংবাদসিটি টকস মেলেনি “নবান্ন অভিযানের” অনুমতি, অনুমতির প্রয়োজন নেই: সুকান্ত

মেলেনি “নবান্ন অভিযানের” অনুমতি, অনুমতির প্রয়োজন নেই: সুকান্ত

বিজেপির নবান্ন অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনীতির টানাপোড়ন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিজেপির নবান্ন অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনীতির টানাপোড়ন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পদ্ম শিবিরের অন্দরে। নবান্নের উদ্দেশে বিজেপির মিছিল যে জায়গাগুলি থেকে শুরু হবে, তার মধ্যে অন্যতম দু’টি হল সাঁতরাগাছি ও হাওড়া ময়দান। সেই মতো হাওড়া পুলিশের থেকে জমায়েতের অনুমতিও চাওয়া হয়েছিল পদ্ম শিবির থেকে কিন্তু মেলেনি অনুমতি। হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার সোমবার চিঠি দিয়ে বিজেপিকে এই কথা জানিয়ে দিয়েছেন। কী কী কারণে এই দুই জায়গায় বিজেপির জমায়েতে পুলিশের সায় নেই।

পুলিশের তরফে জানানো হয়েছে, বঙ্গবাসী, হাওড়া ময়দান এবং জিটি রোড এলাকায় প্রচুর মানুষের ভিড় লেগে থাকে। প্রচুর গাড়ি ওই এলাকা দিয়ে যাতায়াত করে। এর মধ্যে অনেক স্কুলগাড়িও রয়েছে। পাশাপাশি মঙ্গলবার জিটি রোডের ধারে মঙ্গলা হাট বসে। সেখানেও বহু মানুষের ভিড় হয়। কেনা-বেচা করার জন্য বহু মানুষ আসেন এই মঙ্গলার হাটে। সেক্ষেত্রে বিজেপির নবান্ন অভিযানের জন্য জমায়েত হলে আমজনতার সমস্যা হতে পারে বলে মনে করছে পুলিশ।২০২০ সালে অক্টোবর মাসে বিজেপির যুব মোর্চা নবান্ন অভিযান ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল, সেই কথাও চিঠিতে উল্লেখ করেছে পুলিশ। বিশেষ করে সাঁতরাগাছিতে কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দানের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এই নিয়ে কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের ,এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটি জনগণের আন্দোলন। এখানে জনগণ আন্দোলন করছে চোর ধরার জন্য। এর জন্য কোনওরকম অনুমতির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। জনগণ তাঁর হিসেব বুঝে নেবে। কারণ, জনগণের টাকা মন্ত্রীদের কাছের লোকেদের থেকে পাওয়া যাচ্ছে।”

তিনি আরও বলেন, ” ভালো লাগছে দেখে গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অসুরক্ষিত করে, গোটা পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্স এই মুহূর্তে কলকাতায় তুলে আনা হয়েছে। কলকাতার পুলিশ হেডকোয়ার্টার আছে তার আসে পাশে শয়ে শয়ে গাড়ী সেখানে অবস্থান করছে।”

Topics

Sukanta Majumder BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment