Home সংবাদসিটি টকস বাংলায় মদ–লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ,’তোপ সুকান্তর

বাংলায় মদ–লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ,’তোপ সুকান্তর

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:হাওড়ার ঘুসুড়িতে মদ্যপানের কারণে রহস্যজনক ভাবে মৃত্য হল ছয় ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা অন্তর্গত এলাকার ঘটনা। সেখানে চোলাই মদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ ব্যক্তির। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আর হাসপাতালে ভর্তি আরও ১০ থেকে ১২ জন। স্থানীয়দের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনেই রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। মঙ্গলবার রাতেও সেখানে মদের আসর বসেছিল।

এই ঘটনার প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় মদ–লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ। সরকারের সব থেকে বেশি আয় এই মদ থেকে। মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে যে টাকা দিচ্ছেন, তা চলে যাচ্ছে পরিবারের পুরুষদের হাতে। সেই টাকায় তারা মদ খাচ্ছে। তাই এভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে।”

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া এলাকায়। তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। যদিও মদ খেয়েই এদের মৃত্যু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর গোটা ঘটনা সামনে আসবে বলে পুলিশের অনুমান। চলছে ঘটনার তদন্ত।

Topics

Sukanta Majumdar BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment