কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার সকালে বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে রাজভবনে হাজির হন সুকান্ত। দলের বিধায়ক অগ্নিমিত্রা পালও এ দিন রাজভবনে ছিলেন তাঁদের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত। তিনি বলেন, ”প্রশাসনের সহযোগিতা ছাড়া গরু-কয়লা পাচার সম্ভব নয়। মুখ্যমন্ত্রী জড়িত থাকলে ওঁর বাড়িতেও যাবে ইডি-সিবিআই।”তাঁর কথায়, “আশঙ্কা নিয়েই রাজ্যপালের কাছে এসেছি। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। যেভাবে একের পর এক মন্ত্রী, তৃণমূলের নেতারা চুরি, গরুপাচার এবংটাকা রাখার দায়ে ধরা পড়ছেন, তাতে আগামী দিনে হয়ত আরও বাড়বে। গণতান্ত্রিক ভাবে তৃণমূল সম্পূর্ণ ব্যাকফুটে। বাংলার বাসে, ট্রামে চোর চোর শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে হিংসাই একমাত্র আশ্রয় তৃণমূলের। গণতান্ত্রিক ভাবে লড়তে না পেরে, আদর্শের লড়াইয়ে পেরে উঠতে না পেরে, পুলিশকে সামনে রেখে এই কাজ করার চেষ্টা চালাচ্ছে।”
সুকান্তর বক্তব্য, “তৃণমূল খেলতে চায়। তাদের খেলার লোকের অভাব নেই। কারণ পশ্চিমবঙ্গে যত গুন্ডা-মস্তান রয়েছে, তারা সব তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। সবথেকে বড় গুন্ডা হচ্ছে তৃণমূলের পুলিশ। খেলতে আপত্তি নেই আমাদের। কিন্তু সমানে সমানে খেলা হওয়া উচিত। সমান মাঠ তৈরি করে দিন, বিজেপি ভাল খেলে দেবে। আমাদের বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। ভাল ব্যাটিং করবে। পুলিশকে সরিয়ে দিন না, দেখি কত বড় খেলোয়াড় তৃণমূল!”
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata