Home সংবাদসিটি টকস ‘১০০ দিনের কাজের অর্থ আটকে রাখা হয়েছে,’ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল

‘১০০ দিনের কাজের অর্থ আটকে রাখা হয়েছে,’ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:‘‘জানুয়ারি মাস থেকে ১০০ দিনের কাজের অর্থ আটকে রাখা হয়েছে। আমরা ১০০ দিনের কাজের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছি। তা সত্ত্বেও, অর্থ আটকে রাখা হয়েছে।’’ এমন প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের দুই মুখপাত্র সুখেন্দুশেখর রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য।

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,  ‘‘২০২১-২২ সালের এই খাতে ৪০০ কোটি টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। আর ২০২২-২৩ সালে ৫০০ কোটি টাকার বেশি কমানো হয়েছে। আমাদের ভাল কাজ সত্ত্বেও প্রতিহিংসাবশত বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।’’ তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর বলেন, ‘‘কোনও ক্ষেত্রেই নাম বদল করে মুখ্যমন্ত্রীর নামে করা হয়নি। অথচ এই কেন্দ্রীয় সরকার ২৩টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্পের নাম বদল করেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকারগুলির সঙ্গেই আলোচনা করার দরকার ছিল। সেই নিয়ম মানা হয়নি।’’

Topics

Sukhendu Shekhar Roy BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment