Home সংবাদসিটি টকস রাজ্যে বাড়ানো হল গরমের ছুটি

রাজ্যে বাড়ানো হল গরমের ছুটি

by Soumadeep Bagchi
mamata.bratya

তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের বেশ কয়েক জনের মৃত্যুর পরেই  গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এরপরেই বাড়ানো হলো গরমের ছুটি । আগামী ২৬ শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হল। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর।

 

সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্যের। রাজ্যে এই দুই বোর্ড অনুমোদিত যে স্কুলগুলি রয়েছে সেখানেও যাতে এই নির্দেশিকার বিষয়ে কার্যকরী করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এর অনুরোধ রাজ্যের।

 

আরো পড়ুন : ’আইএস, আইপিএসদের ছেড়ে দিক আর আধাসেনা মোতায়েন করুক,’ দাবি শুভেন্দুর

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে (Heat Wave Bengal) প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) স্কুলের বাচ্চাদের বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মনে করছেন, এমন ভয়াবহ গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা খুবই অসুবিধায় পড়বে। তার পরেই তিনি শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।

Related Articles

Leave a Comment