কলকাতা টুডে ব্যুরো:সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার শীর্ষ দালতের তরফে ইডিকে প্রশ্ন করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে সমস্যা কোথায়? কেন বারবার দিল্লিতে তলব করা হচ্ছে? শীর্ষ আদালতের কাছে উত্তর দিতে সময় চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলার পরবর্তী শুনানি ১৭ মে।
প্রসঙ্গত কয়লা পাচারকাণ্ডে একাধিকবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কিন্তু বারবার কলকাতার বদলে কেন অভিষেক ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করা হচ্ছে? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সাধারণ সম্পাদকঅভিষেক।
বৃহস্পতিবার সেই মামলায় সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হল ইডিকে।দিল্লির পরিবর্তে কেন কলকাতায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে না ইডি ? এই নিয়ে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত জানায়, কলকাতায় ইডি আধিকারিকদের যাতে সুরক্ষা দেওয়া হয়, সে ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেওয়া হবে। যাতে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে ইডি।
আরও পড়ুনঃ সাড়ে ৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর হাসপাতাল থেকে ছাড়া হল Anubrata Mondal-কে
এদিকে কেন অভিষক ও রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইডির পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এদিন শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতীতে কলকাতায় সিবিআই আধিকারিকদের ঘেরাও করা হয়েছিল। পাশাপাশি অভিষেক একজন প্রভাবশালী রাজনীতিক। অভিষেক ও রুজিরাকে সাক্ষী হিসেবে তলব করছেন না কি অভিযুক্ত হিসেবে, এ ব্যাপারেও জানতে চায় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৭ মে।