Home সংবাদসিটি টকস হাইকোর্টের ২৬৯ জন শিক্ষকের বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

হাইকোর্টের ২৬৯ জন শিক্ষকের বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার ১৮ অক্টোবর বড় রায় সুপ্রিম হাইকোর্টের। ২৬৯ জন শিক্ষকের বরখাস্তের যে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার উপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার ১৮ অক্টোবর বড় রায় সুপ্রিম হাইকোর্টের। ২৬৯ জন শিক্ষকের বরখাস্তের যে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার উপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশের উপরে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে মানিক ভট্টাচার্যকে পুনর্বহাল নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, “আমরা তাকে পুনবর্হালের নির্দেশ দিতে পারি না”।

মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, “সিবিআই তদন্ত চালিয়ে যাবে। চার সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট দেবে CBI। মানিকের উপর থাকা রক্ষাকবচ বহাল। প্রাথমিকে চাকরি থেকে যে ২৬৯ বরখাস্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তাঁদের মামলায় যুক্ত করতে হবে।”

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। সেই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ। এদিকে, ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে ইডি। আপাতত রয়েছেন ইডি হেফাজতে। যদিও হেফাজতে থাকাকালীন ইডি জেরার মুখে পড়ে একাধিকবার অসুস্থ বোধ করেন মানিক ভট্টাচার্য। তাঁর এবং ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা কোটি টাকার উত্‍স নিয়ে মুখে কুলুপ প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতির।

Related Articles

Leave a Comment