Home সংবাদসিটি টকস কেষ্টর ‘রক্ষাকবচ’ খারিজ শীর্ষ আদালতে

কেষ্টর ‘রক্ষাকবচ’ খারিজ শীর্ষ আদালতে

বিপাকে অনুব্রত। কেষ্টর 'রক্ষাকবচ' খারিজ করে দিল শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিপাকে অনুব্রত। কেষ্টর ‘রক্ষাকবচ’ খারিজ করে দিল শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চের পর্যবেক্ষণ, অন্য একটি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাই এই রক্ষাকবচের এখন আর খুব একটা বেশি গুরুত্ব নেই।

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচ প্রত্যাহারের আর্জি জানিয়েছিল সিবিআই। শুক্রবার শীর্ষ আদালতে এই মামলারই শুনানি ছিল। এর আগে সিবিআই-কে স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলেছিল শীর্ষ আদালত। ৩ নভেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। মনে করা হচ্ছে, এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হতে পারে বীরভূমের তৃণমূল জেকা সভাপতিকে।

এদিনের শুনানির শেষে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, ‘সিবিআই-এর আইনজীবীর মুখ্য বক্তব্য ছিল এই মামলাতে রক্ষাকবচ প্রত্যাহারের জন্য। বিচারপতি নির্দেশ দিয়েছেন, যেহেতু এই মুহূর্তে অনুব্রত অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন, তাই এই রক্ষাকবচের কোনও মানে নেই।’ তিনি আরও বলেন, ‘হাইকোর্টের কাছে এই বিষয়টা স্পষ্ট হোক, আরসি ১৮ অর্থাত্‍ যে এফআইআর হয়েছে, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কী সংযোগ রয়েছে? সেই এফআইআর ধরে বিষয়টি খতিয়ে দেখা হোক।’ সুপ্রিম কোর্টও বিষয়টিই দ্রুত হাইকোর্টকে দেখার নির্দেশ দিয়েছে এদিন।

অনুব্রত মণ্ডলের কাঁধে থাকা সেই দায়িত্ব তবে এখন কাকে দেওয়া হবে? এই প্রশ্নই চলছে দলের অন্দরে। পঞ্চায়েত নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই জল্পনা তৈরি হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের তরফে সিদ্ধান্ত নিয়ে বর্তমানে অনুব্রতর গড়ের দায়িত্ব দেওয়া হয়েছে এক বিধায়ককে।

Related Articles

Leave a Comment