Home সংবাদবর্তমান আপডেট Kamduni Case Hearing: সুপ্রিম কোর্টে আপাতত মুলতুবি কামদুনি মামলার শুনানি

Kamduni Case Hearing: সুপ্রিম কোর্টে আপাতত মুলতুবি কামদুনি মামলার শুনানি

by Web Desk
Sandeshkhali Incident: সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

কামদুনি মামলার শুনানি

সূত্রের খবর অনুযায়ী সুপ্রিম কোর্টে আপাতত মুলতুবি কামদুনি মামলার শুনানি। কামদুনিকাণ্ডের মৃতার ভাই সুপ্রিম কোর্টে পৃথক এসএলপি করেন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সকাল থেকে মামলার শুনানি হয়। জানা যাচ্ছে ওই মামলায় মামলাকারীর কাছে হলফনামা চেয়েছে আদালত। আর মামলার সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। বিচারপতি বিআর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়।

সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ

কামদুনিকাণ্ডে দোষী সাব্যস্ত ছ’জনের মধ্যে চার জনকে মুক্তি দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রমাণ না থাকার কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। বাকি দু’জন সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল নির্যাতিতার ভাই। সুপ্রিম কোর্টে যান তার ভাই, পরিবারের লোকজন সহ প্রতিবাদীরা। সেই মামলারই শুনানি শুরু হয় মঙ্গলবার।

কামদুনি মামলায় হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ

প্রসঙ্গত কামদুনি মামলায় হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লড়াই করতে চলেছে নির্যাতিতার পরিবার এমনটাই জানা গেছিল। আজ মঙ্গলবার ছিল মামলার প্রথম শুনানি। সেই মত নির্যাতিতার পরিবার, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং মৌসুমী কয়াল সকলে উপস্থিত ছিলেন। রবিবার রাতে হাওড়া থেকে ট্রেন ধরে দিল্লি রওনা দিচ্ছেন। শুনানির পর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যও আবেদন জানিয়ে চিঠি দেবেন তাঁরা।

Related Articles

Leave a Comment