Home সংবাদসিটি টকস নন্দীগ্রাম মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

নন্দীগ্রাম মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

নন্দীগ্রাম মামলায় সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নন্দীগ্রাম মামলায় সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। নন্দিগ্রাম মামলা প্রত্যাহার করে নিতে আদেশ শীর্ষ আদালতরে। সূত্রের খবর, হাই কোর্টের মর্যাদা ক্ষুন্ন হবে এবং হাই কোর্টের উপর মানুষের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এমন্টাই মত সুপ্রিম কোর্টের বিচারপতির।

কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি চলাকালীন বেশ কিছু ঘটনা ঘটে। একটি সময় বিচারক নিজেই মামলা থেকে সরে যান। সেই ঘটনার উল্লেখ করে শুক্রবার শুভেন্দু অধিকারীর আইনজীবী হরিশ সালভে বলেন, এই মুহূর্তে কলকাতা হাই কোর্টের যে পরিবেশ তা শুনানির জন্য উপযুক্ত নয়। বিচারকদের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ হচ্ছে। তারা তীব্র সমালচনার মুখোমুখি হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এর উপর ভিত্তি করেই তিনি দাবি করেন যে মামলা অন্যত্র সরানো হোক। জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। এবং এই ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত নেওয়ার সব রকম ক্ষমতা রয়েছে।

আদালতে মমতা বন্দ্যপাধ্যায়ের পক্ষে আইনজীবী অভিশেক মনু সিঙ্ঘভি বলেন, বিচারকের মামলা থেকে সরে যাওয়া একেবারেই সম্পর্কহীন। এবং বিচারপতি এই পর্যায়ে কাউকে স্বাধীনতা না দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। বিচারপতি হরিশ সালভেকে আরও বলেন যে তিনি এবং সাক্ষীরা নিরাপত্তা চাইলে তা তাঁরা পেতে পারেন। এরপরেই মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

Topics

Supreme Court Mamata Banerjee Suvendu Adhikary Administration Kolkata

Related Articles

Leave a Comment