Home Uncategorized Pegasus কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র

Pegasus কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র

পেগাসাস কাণ্ডের তদন্তে সরকার কোনও সহযোগিতা করেনি।পেগ্যাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পেগাসাস কাণ্ডের তদন্তে সরকার কোনও সহযোগিতা করেনি।পেগ্যাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র।

দেশের শীর্ষ আদালত এদিন জানিয়েছে যে ব্যক্তি গোপনীয়তা রক্ষার স্বার্থে পেগাসাস তদন্ত কমিটির রিপোর্টের বহু তথ্যই সামনে আনা যাবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমানা বলেন যে, ‘ পেগাসাস রিপোর্টের বেশকিছু অংশ গোপন, এবং ব্যক্তিগত তথ্য রয়েছে। তাই প্রকাশ করা যাবে না টেকনিক্যাল কমিটির রিপোর্টের বেশ কিছু অংশ। বিশেষজ্ঞ প্যানেল এই কথাই জানিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার।’

পেগাসাস ইস্যু প্রকাশ্যে এসেছিল গত বছর সংসদের বাদল অধিবেশনের ঠিক আগেই। সাংবাদিক, ব্যবসাসী, বিচারপতি এমনকি বিজ্রপি-র মন্ত্রীদের ফোনে আড়ি পাতার অভিযোগে তোলপাড় শুরু হয়ে যায় জাতীয় রাজনীতিতে। সৌজন্যে ইজরায়েলে তৈরি পেগাসাস স্পাইওয়্যার

Topics

Supreme Court Pegasus Telecom Administration Kolkata

Related Articles

Leave a Comment