কলকাতা টুডে ব্যুরো:SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী । কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে পিটিশন খারিজ করেছিল। সুপ্রিম কোর্টও প্রক্রিয়াগত ত্রুটির কথা বলে পিটিশন খারিজ করেছে। তবে সর্বোচ্চ আদালত বলেছে, নতুন করে পিটিশন দাখিল করলে পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি শোনা হবে।
আরও পড়ুনঃ বামেদের জমি দিলেন মমতা
প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানি শুনবে। সুতরাং এই পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে।