Home সংবাদসিটি টকস ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের

৩০ সেপ্টেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের

২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরও দুদিনের রক্ষা কবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসৃত সভাপতি মানিক ভট্টাচার্য। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরও দুদিনের রক্ষা কবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসৃত সভাপতি মানিক ভট্টাচার্য। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একদিন আগেই তাঁকে একদিনের রক্ষাকবচ দিয়েছিল আদালত। তার আগে, মঙ্গলবার রাত ৮টার মধ্যে তাঁকে CBI দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। তদন্তে সহযোগিতা না করলে সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রাতের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেননি মানিক। সুপ্রিম কোর্ট তাকে হাজিরা দিতে নির্দেশ দিলেও, CBI তাকে আটক করতে পারবে না বলে জানিয়েছিল। এদিন আরও দুদিনের জন্য স্বস্তি মিলল। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন বা রক্ষাকবচের আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য।

Topics

Supreme Court SSC Scam  CBI Manik Bhattcharya Administration Kolkata

Related Articles

Leave a Comment