কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় আংশিক ঢাকা পড়বে সূর্য। ২৭ বছর আগে, ১৯৯৫ সালে কালীপুজোর পর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল দেশবাসী। মঙ্গলবার, কালীপুজোর পরের দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারতবাসী। আকাশ পরিষ্কার থাকলে পশ্চিমবঙ্গ থেকে অল্প সময়ের জন্য দেখা যেতে পারে আংশিক সূর্যগ্রহণ।
সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ২৯ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল সাড়ে ৪টে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। অর্থাত্, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট। ভারতের বাকি শহরের তুলনায় সূর্যগ্রহণ সবচেয়ে বেশি স্থায়ী হবে গুজরাতের দ্বারকায়। সবচেয়ে কম স্থায়ী হবে কলকাতায়। তবে আন্দামান-সহ বেশ কিছু জায়গায় দেখা যাবে না গ্রহণ। কলকাতায় গ্রহণ দেখা যাবে সূর্যাস্তের আগে, বিকেলের দিকে। তবে কলকাতা থেকে মাত্র ১২ মিনিট দেখা যাবে গ্রহণ।