Home বিনোদনবলিউড তোমাকে প্রতিদিন মিস করি,’সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পোস্ট রিয়া চক্রবর্তীর

তোমাকে প্রতিদিন মিস করি,’সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পোস্ট রিয়া চক্রবর্তীর

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর ও সুশান্তের কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করে সুশান্তকে স্মরণ করলেন রিয়া চক্রবর্তী।ইনস্টাগ্রামে নায়কের না দেখা চারটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, তোমাকে প্রতিদিন মিস করি।

 

২০২০ সালে ১৪ জুন মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট এ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। তার মৃত্যু ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল তার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সামনে আসছিল খুনের তত্ত্ব। অবশেষে সিবিআই তদন্তে আত্মহত্যার ঘটনাকেই চূড়ান্ত বলে বিবেচিত করা হয়। সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে বলিউডের মাদক যোগও উঠে এসেছিল। তার প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল পুলিশ।

সুশান্তের মৃত্যুর পর বলিউডের নেপটিসম বিতর্কও মাথা চাড়া দিয়ে উঠেছিল। বিভিন্ন সময় সুশান্তকে নিজের শো তে অপমান করা করণ জোহর এবং তার পাশাপাশি আলিয়া ভাট, সোনম কাপুর, করিনা কাপুর কে ট্রোলড হতে হয়েছিল।

Topics

Sushant Singh Rajput  Rhea Chakraborty Bollywood Celebrity Kolkata

Related Articles

Leave a Comment