কলকাতা টুডে ব্যুরো:বিজেপি দলের শহিদ কর্মীদের স্মরণে এক সভার ডাক দিয়েছিল কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে।সভায় থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, ভয় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তার বদল আনার জন্য বাংলায় নতুন করে জনজাগরণ তৈরি করতে চায়। আমরা স্লোগানের নাম রেখেছি হিংসামুক্ত বাংলা।
বিরোধী দলনেতা বলেন, স্য়ালুট জানাব, যাঁরা কাঁথি থেকে মামলা করতে এসেছেন। তোমামূল পার্টির লোকেরা একাই ১০০টা করে ভোট দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের ব্রাঞ্চ অর্গানাইজেশন। রাজ্য পুলিশ ফ্রন্টাল অর্গানাইজেশন। তিনি দাবি করেন, কমিশন বিচারপতির কাছে হলফনামা দিয়ে বলেছি ৯৬টি সিসিটিভির মধ্যে ৬৮টির ফুটেজ দিতে পারবে না।
অস্তিত্ব নেই। রাজ্যে কী কায়দায় ভোট হয়, জনমতের কী করা হয়, সেটা দেখেছেন। অত্যাচার থামার কোনও নাম নেই। শুভেন্দু জানান, নির্বাচন পরবর্তী সন্ত্রাস তার পাসে থাকতে আমাদের পাশে থাকতে আসছেন। আমরা সামান্য ক্ষমতার মধ্যে সাহায্য পৌঁছে দেব।
আরও পড়ুনঃ গোয়ায় দলের হাল ধরতে তৃণমূল দায়িত্ব দিল কীর্তি আজাদকে
জেলায় জেলায় শহিদ তর্পণের কাজ শেষ হবে। ৮ মে ব্লকে ব্লকে কর্মসূচি পালন করা হবে, সেদিন স্বৈরাচারী শাসকের বর্ষপূর্তি পালন করব। হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটবেন। ৮-৯ মে ব্লকে ব্লকে কর্মসূচি পালিত হবে। ১০ তারিখ শহিদ পরিবার নিয়ে রাজ্যপালের কাছে যাব। ১১ তারিখ জেলায় জেলায় কর্মসূচি পালনের মাধ্যমে শহিদ তর্পণের কাজ শেষ হবে।