Home সংবাদসিটি টকস “প্রতিহিংসার এর থেকে বড় উদাহরণ আর বোধ হয় ভু-ভারতে পাবেন না” মমতাকে কটাক্ষ শুভেন্দুর

“প্রতিহিংসার এর থেকে বড় উদাহরণ আর বোধ হয় ভু-ভারতে পাবেন না” মমতাকে কটাক্ষ শুভেন্দুর

আবারো বিরোধী দলনেতার নিশানায় রাজ্যের শাসক দল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আবারো বিরোধী দলনেতার নিশানায় রাজ্যের শাসক দল। বিরোধী দলনেতার রাজ্যে যখন আর্থিক সংকট তখন রাজ্য সরকার কিভাবে কোটি কোটি টাকা প্রতিহিংসা স্বার্থে ব্যবহার করতে পারে? বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী দাবি করলেন, “রাজ্যে যখন এই ভয়ংকর আর্থিক অবস্থা। তখন আর আলাপন বন্দ্যোপাধ্যায়ের জন্য দেড় কোটি টাকা আইনজীবীকে দিয়েছে রাজ্য সরকার। ঠিক একইভাবে ২রা মে এর পরবর্তী সময় আমার এবং আমার ভাই সহ কিছু নিরপরাধ লোককে আমার ঘনিষ্ঠ আখ্যা দিয়ে যে মামলাগুলো করা হয়েছিল তাতে মাননীয় কপিল সিব্বাল মাননীয় মনু সিংভি মাননীয় সিদ্ধার্থ সিং এর বাইরে কলকাতা হাইকোর্ট সবমিলিয়ে প্রায় কুড়ি কোটি কোটি টাকার খরচা করেছে রাজ্য সরকার গত ১৬ মাসে আমার বিরুদ্ধে মামলাগুলো করার জন্য।”

তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, “কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা প্রতি হিংসা করি না’ এই দেখুন একমাত্র বিরোধী দলের নেতা যার কাছে মুখ্যমন্ত্রী হেরেছেন। ২১ খানা FIR করেছেন এবং অদ্ভুতভাবে সমস্ত FIR গুলো ৫ মের পর থেকে। একটাও পুরনো FIR পাবেন না। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR। তার অপরাধ একটাই, উনার দেওয়া সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগ দান করা। এবং পরবর্তী সময় ১৯৫৬ ভোটে উনাকে নন্দীগ্রামে হারিয়ে দেওয়া। প্রতিহিংসার এর থেকে বড় উদাহরণ আর বোধ হয় ভু-ভারতে পাবেন না।”

তিনি আরও বলেন, “থানা কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানা থেকে আসামিদের ছাড়িয়ে এনেছিল। সেই ট্রাডিশন সমানে চলছে।”

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment