‘কলকাতা টুডে ব্যুরো:নগদ ও ফ্রিজ করা অ্যাকাউন্ট মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় -অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে এখনও পর্যন্ত প্রায় ৫৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান, টাকা তাঁর নয়। মুখ খুলতেই পাল্টা তোপের মুখে পার্থ। একসময়ের দলীয় সতীর্থ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চাঁচাছোলা অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাইপো টাকাটা রাখতে দিয়েছেন। অপা সিন্ডিকেটের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর নির্দেশ দিতেন ভাইপো, কয়লা ভাইপো।”
শুভেন্দুর কথায়, “পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর অপা ওই টাকার কাস্টডিয়ান বা তত্ত্বাবধায়ক ছিলেন।”সঙ্গে দাবি, “ভাইপো’-র নিজের, পার্থ চট্টোপাধ্যায়ের বহু ‘কালেক্টর’ রয়েছেন যাঁরা টাকা সংগ্রহ করেন। এই প্রসঙ্গে মানস মজুমদার-সহ একাধিক নেতার নাম করেন তিনি।
শুভেন্দুর বলেন, “রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় বিনয় মিশ্রর মাধ্যমে ১২ কোটি টাকা তুলে দিয়েছিলেন। ব্যানার্জি-চ্যাটার্জির যৌথ ষড়যন্ত্র এসব।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata