Home সংবাদবর্তমান ঘটনা দাসপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

দাসপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদে আগামী ১৩ তারিখে বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে শনিবার ঘাটালের দাসপুরে বিজেপির জনসভার আয়োজন করা হয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদে আগামী ১৩ তারিখে বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে শনিবার ঘাটালের দাসপুরে বিজেপির জনসভার আয়োজন করা হয়। এই জন সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জনসভার মঞ্চ থেকে তৃণমূল সরকারের ওপর দুর্নীতির অভিযোগ এনে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ” সারা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীর ভবিষ্যত যারা ধ্বংস করেছে, ৭৫ হাজার চাকরীর ৫০ হাজারের বেশী চাকরী টাকার বিনিময়ে বিক্রি করেছে, বাকি চাকরী তৃণমূলের বিভিন্ন নেতাদের দিয়েছে। এক এক জনকে দুটো করে চাকরি। কোনো তৃণমূলের নেতা কোনো মন্ত্রী বাকি নেই যে চাকরি পায় নি। যোগ্যতা না থাকা সত্তেও, পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছে। অনেকে জাল মার্কশিট নিয়েও চাকরি পেয়েছে।”

তার অভিযোগ, রাজ্য সরকার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদল করে রাজনীতি করছে। তিনি বলেন, “এই রাস্তা কে করেছে? পিসিমনী? না না! এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পাওয়া টাকায় হয়েছে। এখানে রাজ্য সরকারের কোনো টাকা নেই। প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজন পশ্চিমবাংলায় লিখছে বাংলা সড়ক যোজন, প্রধানমন্ত্রী আবাস যোজন পশ্চিমবাংলার লোককে বলে বাংলা আবাস যোজনা”

শনিবার ঘাটালের মঞ্চ থেকে রাজু সাহানের গ্রেফতারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ” ছোট্ট পৌরসভার তার অধীনে, তার বাড়ী থেকে পাওয়া গেছে ৮০ লক্ষ টাকা , বিনা লাইসেন্সের পিস্তল। পশ্চিমবাংলায় পুলিশকে সঙ্গে নিয়ে এই যে গুন্ডারাজ, সেই গুন্ডারাজ খতম করবই”।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment