কলকাতা টুডে ব্যুরো:রাষ্ট্রপতি নির্বাচনের আগে হইহই ফেলে দিয়েছিল ‘ক্রস ভোট’। এবার বৃহস্পতিবার রাতে একটি টুইটে এই ক্রস ভোট নিয়েই প্রশ্ন উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘আমি কথা দিয়েছিলাম, আমাদের ৭০ জন বিধায়কই দ্রৌপদী মুর্মুজিকে ভোট দেবেন। কথা রেখেছেন। ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোটে গিয়েছেন। চারজন তৃণমূল বিধায়কের ভোট বাতিল হয়েছে। দ্রৌপদী মুর্মুজির পক্ষে ৭১টি ভোট পড়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়।’
As promised by me all 70 @BJP4Bengal MLAs voted in favour of Smt. Draupadi Murmu ji.
While 1 @AITCofficial MLA cross voted in favour of the President Elect, 4 TMC MLAs ensured that their votes were regarded invalid !
71 votes were polled in favour of Smt. Murmu ji in WB Assembly: pic.twitter.com/QDwIy2LKkB— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 21, 2022
অন্যদিকে তৃণমূলের ২১৬ জন বিধায়ক হলেও একজন ভোট দেননি। বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। তিনি হজে গিয়েছেন। অর্থাৎ ২১৫ জন ভোট দিয়েছেন।
যদিও বিজেপির টিকিটে জেতা মুকুল রায় ভোটের দিন বিধানসভায় দাঁড়িয়েই বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত প্রার্থীকেই ভোট দিয়েছেন। রাজনৈতিকমহল বলছে, তৃণমূলের হিসাব তো মিলে গেল।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration, kolkata