কলকাতা টুডে ব্যুরো:সুলতানের থেকেও একটা লোকের বেশি বান্ধবী!’ বুধবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাজভবন থেকে বেরিয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, “তিনি যেখানে ৫ দিন ধরে সপ্তাহ যাপন করেন, ৯টায় ঢোকে, সকাল ১০টায় বেরন, সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, আর কী প্রমাণ দরকার? কোনও তদন্তের দরকার নেই। এখনও তো জাগো বাংলা নামে কী একটা কাগজ আছে, সেই কাগজটা কে পড়ে জানি না। এখনও তো সেখানে ড. পার্থ চট্টোপাধ্যায়ের নাম প্রধান সম্পাদক। সেই পার্থ চট্টোপাধ্যায়ে ডক্টরেট অনিল ভুঁইমালি লিখে দিয়েছিলেন। সেই ডক্টরেট ডিগ্রিও তো জালি”।
মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন ,”এটা ওঁর পুরনো চাল। আমি তো ওঁর সঙ্গে রাজনীতি করেছি। আমি ভাল অন্যরা খারাপ, সবসময় এটা দেখাতে চান।”
তিনি বলেন,” দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেবেন না তা ময়নাগুড়ির বিধায়ক বলেছেন। এই সিন্ডিকেট কার্যত পিসি-ভাইপোর সিন্ডিকেট সবাই জানেন। আমি অনুরোধ করেছি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। পার্থ প্রয়াগের সঙ্গে যুক্ত, আইকরের অনুকূল, পিনকনের মনোরঞ্জনের সঙ্গে যুক্ত। প্রয়াগের সব উদ্বোধনে প্রধান উদ্বোধন ছিল পার্থ।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata