কলকাতা টুডে ব্যুরো:অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা! টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় কোটি কোটি টাকার হদিশ! অর্পিতার ফ্ল্যাটে ২ হাজার, ৫০০ টাকার নোটের কোটি কোটি টাকার হদিশ।
‘টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ ‘হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে? বেলঘরিয়া না টালিগঞ্জ?’
তিনি আরও লেখেন, ‘পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়..’
টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ?
টাকা উদ্ধারে "এগিয়ে বাংলা" !
পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়… pic.twitter.com/2mmoNikTZY
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 27, 2022
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata