কলকাতা টুডে ব্যুরো:টুইট করে ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।
কুনাল টুইট করে লেখেন,”শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল।বাঁচতে ও দলবদল করে।এজেন্সি গেলে গুপ্তধন পেত।”
কুনাল আরও লিখলেন,”চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে।নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই।
বিজেপি চোরকে বাঁচাচ্ছে।”