কলকাতা টুডে ব্যুরো:দিল্লি গিয়ে অমিত সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রায় ৪৫ মিনিট ধরে তাদের এই বিশেষ বৈঠক চলে । টুইট করে নিজেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি অমিত সাহার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ।
শুভেন্দু অধিকারী লিখেছেন ৪৫ মিনিটের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বইটাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত স্যারের সঙ্গে তার রাজ্যে শিক্ষা জগতের দুর্নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি বিশেষভাবে আবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। এখন ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা সাসপেন্ড তৃণমূল নেতা পার্থ। যা নিয়ে ‘অস্বস্তি’তে রাজ্য সরকার। সেই আবহেই দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ‘বিশেষ বৈঠক’ হল তাঁর। কী নিয়ে বৈঠক, আলোচনার বিষয়বস্তু কী, এ সব নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata