কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০০ তৃণমূল নেতার নামের তালিকা পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি দিল্লিতে বলেন, ‘ এর সঙ্গে প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে। জেলা অনুযায়ী কালেক্টর আছে। ”
তিনি আরও বলেন,”আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ১০০ জন TMC নেতার নাম দিয়েছি, যার মধ্যে MLA আছে, মন্ত্রী আছে, এবং ডকুমেন্টও দিয়েছি। ৪ জন MLA’র লেটারহেড প্যাডও দিয়েছি। যারা কালেকশন করেছে। এটা একটা ইস্যু, আমি বলেছি, এটাকে আরও কড়া করতে হবে। আরও কঠিন সাজা দিতে হবে। ”
যে একশোজনের নাম অমিত শাহকে দিয়েছেন বলে শুভেন্দু দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এরাজ্যের বিরোধী দলনেতা।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata