Home সংবাদসিটি টকস ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িতদের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো কটাক্ষ Adhikary-র

ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িতদের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো কটাক্ষ Adhikary-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ সরাসরি ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত। তাদেরকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো হল।
যারা ভোট পরবর্তী সন্ত্রাসের মূল কান্ডারি। তাঁদের মন্ত্রীরা শপথ নেবেন, আর আমি হাততালি দেব। এটা হতে পারে না। আমি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলাম। এদিন বিধানসভার বাইরে এমন মন্তব্য করলেন রাতের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে একাধিক তৃণমূল নেতার নামে অভিযোগ জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী । সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি।

১০০ জন ‘দুর্নীতিগ্রস্তে’র নামের তালিকা শাহের হাতে তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পরে শুভেন্দু টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার কীভাবে শিক্ষক নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সে বিষয়ে কথা হয়েছে। দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করারও অনুরোধ জানিয়েছি।”

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment