কলকাতা টুডে ব্যুরো:‘এটা হিমশৈলর চূড়ামাত্র। এটা ৩০০০ কোটি টাকার দুর্নীতি। এই দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী যাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চান তাঁর চক্র সম্পূর্ণভাবে যুক্ত। যারা নাম সংগ্রহ করেছে, সেই দালালচক্রগুলোকেও সিবিআই ইডির ধরা উচিত। এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি বলেন,’ ধরণের দালাল কাজ করেছে। একদল বিধায়ক। ইতিমধ্যে তাপস সাহার চিঠি প্রকাশ্যে এসেছে। বীজপুর ও বলাগড়ের প্রাক্তন বিধায়কের চিঠি সামনে এসেছে। রামনগরের একজন হাফ মন্ত্রীর চিঠিও সামনে এসেছে। একদল রাজনৈতিক দালাল, শাসকদলের বিধায়ক ও মন্ত্রীরা। আরেকদল অরাজনৈতিক দালাল, চন্দন মণ্ডল ও কালীপদ পতিরা। এই দালালদের তুলে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে এই চক্র কত গভীর পর্যন্ত কাজ করেছে’।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata