কলকাতা টুডে ব্যুরো:বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল কে গরু পাচার কান্ডের তদন্তে CBI গ্রেপ্তার করেছে। আজ সকালেই CBI আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যায়। বেশ কিছুক্ষন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
গরু পাচার মামলায় এর আগে বারবার CBI-র সমন এড়িয়ে যান অনুব্রত। বুধবার কলকাতার নিজাম প্যালেসে এসে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা আসা দূর, সারাদিন বাড়ি থেকেই বের হননি। এর আগে তাঁর চিকিৎসা নিয়েও বিতর্ক তৈরি হয়।
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন ,”মাগুর মাছ বিক্রি করত, সে এখন ১০০০ কোটি টাকার মালিক। সঠিক কাজ করেছে CBI। আইনের আওতায় এনে তদন্তপ্রক্রিয়া চলবে। অনুব্রত মণ্ডল একজন মাফিয়া। এই অনুব্রত মণ্ডলরা যাঁর নির্দেশে কাজ করেছেন, যাঁর কাছে মুড়ির টিনে করে টাকা গিয়েছে, তাঁদের নাম প্রকাশ্যে আসুক।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata