কলকাতা টুডে ব্যুরো:ফের গরু পাচার নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গুরুতর অভিযোগ তুললেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকেও করা ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে গরু পাচার করার জন্য অভিনব একটি কায়দা বের করা হয়েছে ।এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী।
ক্যাপশনে শুভেন্দু লিখেছেন ,”গরু পাচারের পুরোনো পন্থা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহজির দক্ষ পরিচালনায় ও বিএসএফ এর তাৎপরতায় এখন বন্ধ। তাই গরু পাচার সিন্ডিকেটের মাথা মমতা ব্যানার্জীর নির্দেশে মমতা পুলিশ গরুপাচারের নতুন অভিনব পন্থা খুঁজে বের করেছে।”
তিনি আরও লেখেন,” আমূল কোম্পানির কনটেনার এ দুধ সারবরাহের আড়ালে গরু পাচার চলছে। ৬০নং জাতীয় সড়কে আমূল এর কন্টেনার টি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ না হলে হিন্দি সিনেমা পুস্পার স্টাইলে পাচারের এই নতুন পন্থা লোকচক্ষুর আড়ালেই থেকে যেতো। তোলামূলের মদতে মমতা পুলিশের সাহায্যে গরুপাচার এখনো অব্যাহত।”
The multi-crore cattle smuggling syndicate is still active in WB. @BSF_India has tightened the screws under Hon'ble Home Minister Shri @AmitShah Ji's able supervision. The tried & tested formulas have now failed. It has become extremely difficult to smuggle cattle using old ways: pic.twitter.com/K85NsjlaBT
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 23, 2022
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata