Home সংবাদবর্তমান ঘটনা মেদিনীপুর সফর নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

মেদিনীপুর সফর নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

নবান্ন চলো অভিযানের সমর্থনে পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় একটি পদযাত্রায় আয়োজন করা হয় বিজেপি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নবান্ন চলো অভিযানের সমর্থনে পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় একটি পদযাত্রায় আয়োজন করা হয় বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পদযাত্রায় নেতৃত্ব দেন। পদযাত্রার পরে একটি সভারও আয়োজন করা হয়। সেই সভা থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ইস্যুর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বিজেপি-র নবান্ন অভিযানের দিন মেদিনীপুরে জেলা সফরের জন্য মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে খবর নবান্ন সূত্রে। সেই নিয়ে মমতা কে আক্রমণ শুভেন্দুর। তিনি বলেছেন, “আমরা যাচ্ছি নবান্নে। আর মমতা আসছে মেদিনীপুরে। পাঁচ দিন নবান্ন ছেড়ে দিয়ে পুলিশকে বলছে, বাবা তুমি রক্ষা করো, আমি কাটলাম।” মমতাকে কটাক্ষ করে শুভেন্দু আরও বলেছেন, “মেদিনীপুরে এলে আপনার কোন লাভ হবে না। আপনি লাফিয়ে পড়ে নন্দীগ্রামে এসেছিলেন কিন্তু কি পরিণতি হয়েছে আপনি দেখেছেন।”

রাজ্যে সাম্প্রতিক কয়লা ও গরু পাচারের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে। সেই ইস্যুতে আগামী ১৩ই সেপ্টেম্বর বিজেপি তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূলকেও আক্রমণ শানিয়েছেন তিনি। শনিবারে খেজুরির সভামঞ্চ থেকে শুভেন্দু বলেছেন, “এই কাপুরুষের দল তোলামূল পার্টির সামনে আসার সাহস নেই। রাl ৩টে থেকে ভোর ৪টে পর্যন্ত পতাকা ছিঁড়েছে। তোমাদের অবস্থাও পার্থ- কেষ্টর মতো হবে। কারণ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ছোট ছোট পার্থ- কেষ্ট বসে রয়েছে। আপনি যদি ১০০ দিনের কাজের সুপারভাইজারকে ধরেন মিনিমাম ১ কোটি টাকা মেরেছে। পঞ্চায়েত সদস্যকে যদি ধরেন, মিনিমাম ২ কোটি টাকা চুরি করেছে। আর প্রধানরা মিনিমাম ৫ থেকে ১০ কোটি টাকার মালিক হয়েছে। কেউ চোর কেউ ডাকাত।” শুভেন্দু বলেন, “ওদের নেতা সৌগত রায় আর চাচা ফিরহাদ হাকিম বলছিল আমরা সবাই চোর নই। পার্থদা একা চোর। আমরা বলি সবাই চোর আমরা বলি না। আমরা বলি ২৫ ভাগ চোর, আর ৭৫ ভাগ ডাকাত।”

মমতার কেষ্টকে বীর সম্বোধন নিয়ে শুভেন্দু কটাক্ষ করে বলেন, “আমাদের মোদীজি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের আসল বীর। আর মমতা ব্যানার্জি বলছেন চোর কেষ্ট আসল বীর। যে যেমন তাঁর মুখ থেকে তেমন কথা বেরোবে।” শনিবার কলকাতার গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে শুভেন্দু বলেছেন, “তৃণমূলের কলকাতার যে কোনও কাউন্সিলরের বাড়িতে যদি আপনি যান, দেখবেন ১০ থেকে ২০ কোটি টাকা আছে। কিছু পুলিশ আছে আমার বিরুদ্ধে দেড় বছর ধরে লেগে আছে। কিন্তু কিচ্ছু করতে পারবে না।”

Topics

Suvendu Adhikary  BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment