কলকাতা টুডে ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। অভিযানের শুরুতেই PTS এর সামনে থেকে গ্রেফতার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রেফতারের সময় এক মহিলা পুলিশ তাকে জোর করে ভ্যানে তুলতে চাইলে টুনি তিনি বলেন “ডোন্ট টাচ মি”। এর পরই শুরু হয় রাজনৈতিক তর্জা। বুধবার উডবার্ন ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে অভিষেক এই মন্তব্য কে কটাক্ষ করে বলেন ‘মহিলাদের দুর্গা মনে করলে মমতাকে ফুফু, খালা, বুড়ি বলেন কেন?’ এই প্রসঙ্গে পাত্তা শুভেন্দু বলেন , “জ্ঞানবন্ত সিং এর নির্দেশে ৮ জন পুলিশের আধিকারিকরা আসে। তারা সবাই জগিং এর পোশাকে ছিল। বুজতেই পারছেন একদম পরিকল্পিত চক্রান্ত।আর এদের নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশের একজন লেডি SI। তিনি আমার কাধে অনেকবার মেরেছেন। আমি তখন উনাদের যা বলেছি সেটা আপনার দেখেছেন। এর ফলে ভাইপোর আর জ্ঞানবন্ত সিং এর পরিকল্পনাটা ব্যার্থ হয়েছে। আমি যদি সাথে সাথে প্রতিক্রিয়া করতাম । এই আট জনের সঙ্গে ধাক্কা ধাক্কি করতাম তবে একটা নন বেলেবাল সেকশনে আটক করতে। কিন্তু ওদের ট্রেপে আমি পা দি নি। এই চক্রান্তে পা না দেওয়াটা গায়ে লেগেছে ভাইপোর।”
তিনি আরও বলেন, “আজকে যিনি sskm এর উডবার্ন ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ‘কয়লা ভাইপো তোলাবাজ ব্যানার্জি’ যে সমস্ত কথা বলেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভাষা সন্ত্রাসের নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছেন। উনার একমাত্র পরিচয় উনি পশ্চিম বাংলার লেডি কিম মুখ্যমন্ত্রী ভাইপো”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata