কলকাতা টুডে ব্যুরো: গত ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের সময় আহত হন বহু বিজেপির কার্যকর্তা। তেমনই আট জন কার্যকর্তার সাথে চন্ডীপুরে সাক্ষাৎ করে তাদের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন শুভেন্দু অধিকারী। তাদের সংবর্ধনাও জ্ঞাপন করেন তিনি। দলীয় কর্তাদের উদ্দেশে শুভেন্দু বলেন “চারিদিকে আটকে যাওয়া সত্ত্বেও ৪০০০ জনের ট্রেনে সেদিন ৬০০০ মানুষ গেছেন নবান্ন অভিযানে। কেউ বাইক নিয়ে কেউ সাধারন যাত্রী সেজে। কেউ খাল বিল আল ধরেও অনেক মানুষ গেছেন শুধু এখান থেকেই নয় নানা জেলা থেকে গেছেন। প্রায় তিনটি পয়েন্ট মিলিলে লক্ষাধিকের উপরে মানুষ সেদিন নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন। দেড় থেকে ২ লক্ষ মানুষকে রাস্তায় ও রেল স্টেশনে সেদিন কে আটকানো হয়েছিল। যদি না আটকাতো তাহলে প্রায় তিন লক্ষ মানুষের ঢেউ নবান্নে আছড়ে পড়তো।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata