Home সংবাদসিটি টকস “মুখ্যমন্ত্রী পার্টিটা চালান একটা দোকানের মত”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

“মুখ্যমন্ত্রী পার্টিটা চালান একটা দোকানের মত”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

সোমবার বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু। রাজনৈতিক ইস্যুতে কটাক্ষ পাল্টা কটাক্ষের ঝড় বিধানসভায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নিশানা করে বলেন "তুমি চুরি করে সাধু হলে আজ"

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু। রাজনৈতিক ইস্যুতে কটাক্ষ পাল্টা কটাক্ষের ঝড় বিধানসভায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নিশানা করে বলেন “তুমি চুরি করে সাধু হলে আজ”। এই অভিযোগের প্রেক্ষিতে বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, “আমরা ওয়েলকাম করলাম। আমার বাড়িতেও CID পাঠিয়েছিলেন দুবার। পুলিশ পাঠিয়ে সবগুলো অফিস তল্লাশি করেছে। আমাদের সব MLA রাজি আছি। পাঠাক! আর সব কিছু প্রমাণ দিয়ে বলতে হবে। আর উনার জন্মের আগে থেকে আমার বাড়িতে ফ্যামিলি বিজনেস আছে। উনার না আছে প্যান কার্ড না আছে ইনকাম ট্যাক্স। উনার ভাইপো যে ৭০ কোটি টাকার বাড়িটা তৈরি করেছে। উনার প্রফেশন কি?”

বিধানসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় প্রধানমন্ত্রীর ভুয়সি প্রশংসা। সেই প্রসঙ্গ টেনেও শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী লালকেল্লা তে যে ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর মতো নিচে নামতে পারবেন না উনি তো ভাষণে কলকাতাকে ইঙ্গিত করেছেন এটা গোটা ভারতের লোক দেখেছে। আর আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ইন কোরাপশন। ফলে তৃণমূল যতই তোরলাই দেওয়ার চেষ্টা করুক না কেন এতে কোন লাভ হবে না।” তিনি আরও বলেন, “আর এসব করে নিজের ভাইপোকে বাঁচাতে চাইছেন যাদের বাড়ির বউমারা চৌর্যবৃত্তিতে থাকেন তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো বারবার বলি রুজিরা নারুলার যে একাউন্টটা ব্যাংককে মেনুকা গম্ভীর সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করে তার নামে করল। একাউন্টটা ক্লোজ করে সোনার ব্যাগ নিয়ে এলো, কাস্টমস ধরল। পরিষ্কার করছেন না কেন বিষয়টা? উনি বলছেন রাত্রি বারোটায় কেন ডাকবে ওটা তো টাইপোর ভুল। উনি একবার রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছিলেন ভোর তিনটের সময় অ্যাসেম্বলি 3 AM-এর জায়গায় 3 PM লিখে দিয়েছিল উনার টাইপিস্ট। তারপর মুখ্যসচিবকে রাজ্যপাল ডেকে পাঠিয়ে ঠিক করে দেয়। উনি ভুল করলে সাত খুন মাফ, উনি একেবারে ধোয়া তুলসী পাতা।”

শুভেন্দু বলেন, ” তৃণমূলের মুখপাত্ররাও আমরা বিজেপিতে যে কজন প্রথমশারির নেতা আছি তাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করতে যাচ্ছে। বিজেপি একটা আদর্শগত পার্টি। আমরা সিদ্ধান্ত নিয়ে আসি না আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নি। আর মুখ্যমন্ত্রী পার্টিটা চালান একটা দোকানের মত। কর্পোরেটের মত আর আমাদের পার্টিটা চলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী।”

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment