Home সংবাদসিটি টকস “যদি নন্দীগ্রাম না থাকতো তবে কোনদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না”, মমতাকে নিশানা শুভেন্দু

“যদি নন্দীগ্রাম না থাকতো তবে কোনদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না”, মমতাকে নিশানা শুভেন্দু

২২শে সেপ্টেম্বর, নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের শহীদ নিশিকান্ত মন্ডলের আত্মবলিদান দিবসে নন্দীগ্রামে শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২২শে সেপ্টেম্বর, নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের শহীদ নিশিকান্ত মন্ডলের আত্মবলিদান দিবসে নন্দীগ্রামে শুভেন্দু। নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অন‍্যতম নেতৃত্ব ও ২৫ বছর ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় যুক্ত থাকার কারণে রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শহীদ নিশিকান্ত মন্ডল আজকের দিনে রাতের অন্ধকারে আততায়ীদের দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয়েছিলেন। বৃহস্পতিবার ওনার মুর্তিতে মাল‍্যদান ও পুষ্পার্ঘ‍্য নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বললেন, “আপনারা জানেন নিশিকান্ত মন্ডলকে গ্রেফতার করবে বলে তৎকালীন শাসক পুলিশ তারা চারিদিকে ব্যারিকেড তৈরি করেছিল। আমি ২০০৮ সালে ১৪ই মার্চ কর্মসূচি পালনের জন্য এসেছিলাম। আমি আমার নিজের গাড়িতে নিশি বাবুকে তুলে নিয়েছিলাম। সেদিনই তাকে গ্রেফতার করত আমি সেই জন্য তাকে নিয়ে সোজা আমার বাসভবনে নিয়ে চলে গেছিলাম। নিশি বাবু সেখানেই ছিলেন। সেখান থেকেই BDO অফিসে নমিনেশন জমা দেন। ভোটের দিন এজেন্ট দিতে পারেননি। নিজের ভোট দিতে পারেননি। সবাই স্লিপ নিয়েছে সিপিএমের কাছ থেকে ভেতরে গিয়ে ভোট দিয়েছে নিশিকান্ত মন্ডলকে। এত বড় মাপের নেতা, মানুষের অন্তরে না থাকলে এভাবে নির্বাচনে জেতা যায় না। নন্দীগ্রাম কলেজে ভোটের গণনা হয়েছে সবাই লাল আবির বায়না দিয়ে এসেছিল কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। নিজের ভোট না দিয়েও এজেন্ট না বসিয়েও পারিবারিক প্রচার না করেও নিশিকান্ত মন্ডল এখান থেকে নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে।”

শুভেন্দু আরও বলেন, “আজকের প্রধান আর সেদিনকার প্রধান! একেবারে আকাশ আর পাতাল। কোথায় স্বর্গ আর কোথায় নরক। এখন তাকিয়ে দেখুন আঙুলে জোড়া জোড়া আংটি, গলায় মোটা চেন, লাল চুল কানের দুল। দেড় লাখ দু লাখ আড়াই লাখের মোটরসাইকেল সাথে চার চাকাও আছে।”

শুভেন্দু ঐদিন সবার থেকে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বলেন, “আমি বুথে বুথে ঘুরেছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অনেকেই পাননি। প্রধানমন্ত্রী ঢালাও দিচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা। সব গেছে অপা সিন্ডিকেটে। কলকাতায় যার ঘরের দরজা খুলবেন তার বাড়িতেই লাল বান্ডিল এর পাহাড়। আর চোরেদের জন্য লড়ে যাচ্ছেন কে? মমতা ব্যানার্জি। তার নিশিকান্ত মন্ডলের জন্মদিন মৃত্যুদিন ভাবার দরকার নেই। আমি বলি দিদি থেকে দিদিমা হয়ে যেত। যদি নন্দীগ্রাম না থাকতো তবে কোনদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না।”

Topics

Suvendu Adhikary  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment