কলকাতা টুডে ব্যুরো: নন্দকুমারে ‘সেবাপক্ষে’ তমলুক জেলা বিজেপির যুব মোর্চার তরফে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি কটাকে সুরে বলেন, ” আমি মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু নই। পিতৃপক্ষের কোনো শুভ কাজ করতে নেই। ভাদ্র মাস মল মাসে কিছু করতে নেই। ভাদ্র মাসের রেড রোডে মা দুর্গার কার্নিভাল করল। এই পিতৃপক্ষে গিয়ে ফিতে কেটে যাচ্ছে। হিন্দু দেব দেবী, হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম, আমাদের বেদ গীতা উপনিষদ বেদ গীতা উপনিষদ সবকিছুকে বাদ দিয়ে নিজের মত করে করতে? আপনি সেটা করছেন। আমরা সনাতনীরা সংযম। আমরা সনাতনীরা ধৈর্য রাখতে জানি। সনাতনী আপনাদের মতো রাস্তায় বাস ফুরানোর ট্রেন পুরানো এইসব কাজ আমরা করি না এইসব কাজ আমাদের কালচারই নেই গীতা কে ধর্মগ্রন্থ বলা হয় না গীতাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। গীতা বলে গেছে।”
শুভেন্দু আরো বলেন, “গীতায় বলা আছে নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে তেমনি অপর ধর্মের প্রতি ও শ্রদ্ধাশীল থাকবে। আজকে মোদীজি সেই জন্য সাবকা সাথ সাবকা বিকাশ বলে। তিনটে করে ভ্যাকসিন পেয়েছেন সবাই, কাউকে পয়সা দিতে হয়নি।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata